আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পুনর্জন্ম এবং কর্ম ও কর্মফলকে বিশ্বাস করেন না। বৌদ্ধধর্মমতে তারা হলেন গিয়ে ঘোর মিথ্যাদৃষ্টি পরায়ণ ব্যক্তি। তাদের অনেকের সাথে আমার কথা হয়। তারা তাদের বিশ্বাস অবিশ্বাসের কথা আমাকে জানান। আমার তখন মনে পড়ে পায়াসি রাজার কথা। বুদ্ধের আমলে পায়াসি রাজাও এমন ছিলেন। তিনিও পুনর্জন্ম এবং কর্ম-কর্মফলকে বিশ্বাস করতেন না। তিনি […]