বিনয়পিটকের পরিবার গ্রন্থে ঝাড়ু দেয়ার পাঁচটি উপকারিতার কথা বলা হয়েছে – পরিচ্ছন্ন পরিবেশ দেখে নিজের মন প্রসন্ন হয়, অপরজনের মনও প্রসন্ন হয়, দেবতারা খুশি হয়, সুন্দর চেহারা হওয়ার মতো পুণ্যকর্ম সঞ্চিত হয়, এবং মরণের পরে সুগতি লাভ হয়, অর্থাৎ মানুষ বা দেবতা হিসেবে জন্ম লাভ করে। এর গুরুত্ব সম্পর্কে বুঝাতে গিয়ে অর্থকথায় সারিপুত্র ভান্তের একটা […]