বৌদ্ধধর্মে অনেক ভেজাল জিনিস ঢুকে পড়েছে। একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবে আমি স্বভাবতই চাইব, এসব ভেজাল জিনিস যাতে বুদ্ধশাসনে শেকড় গাড়তে না পারে। কিন্তু বুদ্ধশাসনে কোনগুলো ভেজাল জিনিস তা কীভাবে বুঝবো? সবাই তো তাদের কথাগুলো বুদ্ধবাণী বলে প্রচার করে বেড়ায়। ভাগ্য ভালো যে বুদ্ধ মহাজ্ঞানী ছিলেন। তিনি জানতেন বৌদ্ধধর্মে ভবিষ্যতে এধরনের ভেজাল ঢুকে পড়বেই। তাই তিনি […]