পারাজিকা অর্থকথামতে, ধর্মস্কন্ধ হচ্ছে চুরাশি হাজার। এর মধ্যে বিরাশি হাজার হচ্ছে বুদ্ধের বাণী। দুই হাজার হচ্ছে ধর্মসেনাপতি সারিপুত্র ভান্তে ও অন্যান্য বিশিষ্ট ভান্তেদের বাণী। সেগুলোও বুদ্ধবাণী হিসেবেই গণ্য হয়। এভাবে সমগ্র বুদ্ধবচন হচ্ছে ৮৪০০০ ধর্মস্কন্ধ। তবে কোন পিটকে কতগুলো ধর্মস্কন্ধ আছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। তাই সেব্যাপারে একটু লিখতে বসলাম। সুত্রের ধর্মস্কন্ধগুলোর কথা সুত্র, […]