আমার হোয়াটসএ্যাপে হঠাৎ একটা মেসেজ পেলাম, গুরুদেব উচহ্লা ভান্তে নাকি মারা গেছেন। সাথে প্রমাণ হিসেবে একটা শেষ মুহুর্তের ছবি। আমি চমকে গেলাম। সেটা আবার কী কথা? এই তো কিছুদিন আগেও তিনি সিংহগর্জনে চাকমাদের ইতিহাস নিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। জাতির এমন আলোর দিশারী তেজোদীপ্ত একজন ভান্তে এভাবে হঠাৎ করে চলে যাবেন তা তো হতে পারে […]
