আপনারা হয়তো জানেন, আমি পালি দুর্লভ বইগুলো সংগ্রহ করে palibooks.com নামক ওয়েবসাইটে রাখছি। যেগুলো আপনারা গরু খোঁজা খুঁজেও অন্য কোথাও পাবেন না। এই দুর্লভ বইগুলো পালি বিশেষজ্ঞদের ধর্মীয় জ্ঞানের পরিধিকে আরো বাড়াবে, দেশ বিদেশের পালি বিশেষজ্ঞরা সেগুলো নিয়ে গবেষণা করবেন, লেখা লিখবেন, আর সাধারণ পাঠকেরা সেগুলো পড়ে ধর্মের অনেক কিছু জানতে পারবেন, বহু শাস্ত্রজ্ঞানে ঋদ্ধ হবেন বলে আমি আশাবাদী।
এখন আমি মিলিন্দ প্রশ্নের অর্থকথা নিয়ে কাজ করতে চাচ্ছি। সেটা বার্মিজ অক্ষর থেকে বাংলা এবং ইংরেজি অক্ষরে রূপান্তর করতে হবে। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার হচ্ছে।
এই কাজে সহযোগিতা করতে চাইলে আপনাদের চারটা জিনিস লাগবে – কম্পিউটার, ইন্টারনেট কানেকশন, জিমেইল, এবং দশ মিনিট সময়। ভয় পাবেন না, কোনো টাকা পয়সা চাইব না!
যারা যারা সহযোগিতা করতে ইচ্ছুক তারা আমাকে schakma94@gmail.com এই ঠিকানায় ইমেইল করে জানান দুয়েকদিনের মধ্যেই।কোনো টাইপিং লাগবে না। শুধু ক্লিক করতে জানতে হবে!