বুদ্ধের ও বৌদ্ধধর্মের বিভিন্ন ঘটনা নিয়ে আমি যখন গবেষণা করি তখন খুব অভাব বোধ হত একটা বৌদ্ধ ক্যালেণ্ডারের। কারণ পালি গ্রন্থগুলোতে শুধু বলা হয়ে থাকে, অমুক পূর্ণিমায় বা অমুক অমাবস্যায়। কিন্তু সেটা যে কোন সালের কোন তারিখে তা আর আমি বুঝে উঠতে পারি না। এবারে সময় পেয়ে তাই কয়েকদিন ধরে কাজ করে এই ক্যালেণ্ডারটা বানিয়েছি।
http://gansanta.org/moon_calendar/index.html
এখানে খ্রিস্টপূর্ব ৭০০ অব্দ থেকে আগামী ২১০০ সাল পর্যন্ত ২৮০০ বছরের পূর্ণিমার হিসাব পাবেন একদম অধিমাস সহকারে। অধিমাসের জন্য আর মাথা ঘামাতে হবে না।
চাঁদের পূর্ণিমা সংক্রান্ত এস্ট্রনমিক্যাল ডাটাগুলো আমি কালেকশন করেছি এস্ট্রোপিক্সেল ওয়েবসাইট থেকে। সেগুলো আছে এই লিংকে।
http://astropixels.com/ephemeris/phasescat/phasescat.html
আর পালি মাসগুলোর ক্ষেত্রে আর কী রেফারেন্স দেব? সেগুলোর জন্য আমিই হচ্ছি রেফারেন্স!