ইদানিং করোনা ভাইরাসের খ্যাতি বিশ্বজোড়া ছড়িয়ে পড়েছে। সেটা নিয়ে আতঙ্ক এখন সবার মনে। কিছুদিন আগেও আমার চোখগুলো লাল হয়ে ফুলে গিয়েছিল। ভেবেছিলাম আমাকেও এই করোনা ভাইরাসে ধরল নাকি। তবে ডাক্তারনী নিশ্চয়তা দিয়ে বলেছেন চোখ লাল হওয়াটা আর যাই হোক, করোনা ভাইরাসের কাজ নয়। আমি হাঁফ ছেড়ে বেঁচেছি। কিন্তু আমার মনে প্রশ্ন জেগেছে, আচ্ছা, এই ভাইরাসও […]
