আমার এই একটা অভ্যাস হয়ে গেছে। পিটকের যেখান থেকেই পড়া শুরু করি না কেন, পড়তে শুরু করলে আর ছাড়তে ইচ্ছে করে না। সেখান থেকে কত কী আইডিয়া যে বের হয়! আজকে একটু যুদ্ধের ব্যাপারে সার্চ দিলাম ত্রিপিটকে। বৌদ্ধরাও ইদানিং ‘ধর্ম বাঁচাও’ বলে শ্লোগান দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছে। তবে শান্তিপ্রিয় বৌদ্ধদের ধর্মের জন্য যুদ্ধ করা কতটুকু […]