কয়েকটা বিষয়ে লেখার ইচ্ছে ছিল অনেক দিন থেকে। সেগুলোর কয়েকটা নিয়ে আজ লিখতে বসলাম। কথাগুলোয় হয়তো আপনাদের দ্বিমত থাকতে পারে। দ্বিমত থাকলে আওয়াজ দিয়েন। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে মহাগন্ধয়োন বিহার, অমরপুর, মান্দালয়। পরিয়ত্তি শিক্ষার কেন্দ্র হিসেবে সারা মায়ানমারে সবাই এক নামে চেনে এই বিহারটাকে। আয়তনে রাজবন বিহারের সমান হবে মনে হয়। রাজবন বিহারে […]