অনেকদিন ধরে অনেকেই জানতে চেয়েছে ৰাত্তিংসকম্মকারণা বা ৩২ প্রকার দৈহিক শাস্তি কী কী। গতকাল একটু খুঁজে খুঁজে বের করলাম সেগুলো। তবে এখানে শুধু ২৬টি শাস্তির কথা আছে। কিন্তু ৩২টি শাস্তির কথা বলা হয় কেন তা আমার জানা নেই। চাবুক ইত্যাদি মারা এবং হাতপা কেটে দেয়া ইত্যাদির সমন্বয়ে ৩২টি হয় বলে আমার ধারণা। সে যাই হোক, […]