গতকাল থেরবাদা ইউনিভার্সিটির হোস্টেলে এসে উঠেছি। এখানে বৌদ্ধধর্মের উপরে ডিপ্লোমা পড়ব। হোস্টেলে রুম একটা দিয়েছে, কিন্তু খাওয়ার বন্দোবস্ত হয় নি। নবাগতদের জন্য ডাইনিং খুলবে আগামীকাল। তাহলে আজকে খাব কী ? কাউকে চিনি না, জানি না। মাথায় কোনো আইডিয়া এলো না। শেষে ভিক্ষাপাত্র হাতে রাস্তায় বের হলাম। ফুটপাত দিয়ে হেঁটে চললাম মাথা হেঁট করে। রাস্তায় সাঁই […]