পরিত্রাণ সুত্র শ্রবণ অনুষ্ঠান বৌদ্ধদের মধ্যে প্রচলিত একটি বিষয়। অতি প্রাচীনকাল থেকে বৌদ্ধভিক্ষুরা বিভিন্ন অনুষ্ঠানে পরিত্রাণ সুত্র আবৃত্তি করে আসছে। উদাহরণস্বরূপ বুদ্ধ বৈশালীতে রতনসুত্র দেশনা করে সমস্ত অন্তরায় উপদ্রব দূর করে দিয়েছিলেন। আয়ুবর্ধন কুমারের মৃত্যুদশা দূর করার জন্য সাতদিন ধরে পরিত্রাণ সুত্র শ্রবণের উপদেশ দিয়েছিলেন। এভাবে বুদ্ধের জীবদ্দশাতেই আমরা অনেকবার পরিত্রাণ সুত্রের প্রচলন দেখতে পাই। […]