কিছুদিন আগে অভিধর্মের ক্লাসে সেয়াদ কথা প্রসঙ্গে সঙ্ঘের নয়টি গুণের কথা বলেছিলেন। আমি সেগুলো আগেও জানতাম। কিন্তু তা সত্ত্বেও উনার ব্যাখ্যাটা বেশ অসাধারণ বলে মনে হলো আমার কাছে। তিনি নাকি সেটা শুনেছেন ত্রিপিটকধর মিনগুন সেয়াদের দেশনায়। ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা সবসময়ই বলি, সঙ্ঘ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। আমরা বলি, কোনো কিছু দান দিলে সঙ্ঘের উদ্দেশ্যেই দান […]