অভিধর্ম প্রতিদিন একটু একটু শিখছি উঃ ছন্দৰর সেয়াদের কাছ থেকে। আগের একদিন শিখেছিলাম, দুনিয়াতে আছে শুধু পদার্থ আর মন। সেই মনেরও ভাগ আছে। সত্ত্বদের মন যখন বিভিন্ন ধরনের ইন্দ্রিয়সুখের খোঁজে ছুটে বেড়ায় তখন তা হয় কামজগতের মন। আমাদের বেশিরভাগেরই মন হচ্ছে এই কামজগতের। আমরা হাসি, কাঁদি, বিভিন্ন কাজ করি, সবই এই কামজগতের মন নিয়ে। খুব […]