মহাপরিনির্বাণ সুত্রে বুদ্ধ আনন্দকে বলেছিলেন, হে আনন্দ, অলৌকিক শক্তির চারটি ভিত্তি যার সুগঠিত হয়েছে, বহুলভাবে চর্চিত হয়েছে, সুন্দরভাবে আয়ত্ব হয়েছে, তিনি ইচ্ছে করলে কল্পকাল বেঁচে থাকতে পারেন, অথবা কল্পের অবশিষ্টকাল বেঁচে থাকতে পারেন। এই কথার ভিত্তিতে অনেকেই বলে থাকে, ঋদ্ধিমান অর্হতেরা হাজার বছর ধরে বেঁচে আছেন এখনো। সত্যিই কি তাই? আসুন গবেষণায় নামি। মহাপরিনির্বাণ সুত্রের […]