ধর্মের ছয়টি গুণের মধ্যে একটি হচ্ছে অকালিক। অর্থাৎ ধর্ম হচ্ছে কাল-অকালবিহীন। কিন্তু এপর্যন্ত এর ব্যাখ্যা যে কতজনকে কতভাবে দিতে দেখলাম। আজকে একটু পিটকে খুঁজে দেখলাম কী লেখা আছে। প্রথমেই আমরা বিশুদ্ধিমার্গের ৭নং অধ্যায়ের ধর্মানুস্মৃতিতে দেখি। সেখানে বলা হয়েছে, ধর্মের ছয়টি গুণের মধ্যে যে অকালিক গুণটি বলা হয়, সেটি লোকোত্তর মার্গকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। কালিক […]