বার্মিজ ভাষা বলতে গিয়ে অনেক গণ্ডগোল বেঁধেছে। একটা ঘটনার কথা বলি। সেটা প্রায় দশ কি এগার বছর আগের কথা। বাংলাদেশ থেকে এক চাকমা ভিক্ষু এসেছিল ইয়াঙ্গুনের এই চাকমা বিহারে। সে ভাঙ্গা ভাঙ্গা বার্মিজ বলতে পারত। একদিন সে বিহারের সামনে হাঁটাহাঁটি করছিল। এসময় একটা ট্যাক্সি এসে দাঁড়াল বিহারের সামনে। ট্যাক্সির যাত্রী তাকে জিজ্ঞেস করল, সেইন য়াদানা […]