আজ সকালে খাওয়ার মেনুতে ছিল মিষ্টিকুমড়া। খাওয়া শেষে মিষ্টিকুমড়া নিয়ে কথা উঠল। সারিপুত্র ভান্তে একটা গল্প বললেন। দুয়েক বছর আগের কথা। তিনি ও বিজয়ধম্মা ভান্তে নাকি একবার সিয়ং খাচ্ছিলেন। বিজয়ধম্মা ভান্তে মিষ্টিকুমড়া পছন্দ করেন খুব। তা দেখে সারিপুত্র ভান্তে বললেন, বন্ধু, তুমি এত মিষ্টিকুমড়া খাও কেন? মিষ্টিকুমড়া তো বোকারা খায়। বিজয়ধম্মা ভান্তে তাতে বিন্দুমাত্র অপ্রতিভ […]