লেখালেখি করছি না অনেকদিন হলো। প্রথমে ব্যস্ত ছিলাম পালি ত্রিপিটক এ্যাপ বানানোর কাজে। আগে যেটা দিয়ে কাজ করতাম সেটার সার্চ খুব স্লো ছিল। যার ফলে কোনো একটা বিষয়ে রেফারেন্স খুঁজতে গেলে ১৫/২০ মিনিট সময় লাগত। অনেক মাথা ঘামিয়ে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেটাকে আরো দ্রুত করেছি। যার ফলে এখন পুরো ত্রিপিটক, অর্থকথা ও টীকায় সার্চ করতে সর্বোচ্চ […]