আমি প্রায় এক বছর যাবত ফেসবুক ব্যবহার করেছিলাম। তখন প্রচুর লেখালেখি করতাম। সেই লেখাগুলো রেখে দিয়েছি এই সাইটে http://gansanta.org/fbposts/। তবে এখনো মাঝে মাঝে টুকটাক লিখি সেখানে। সময় পেলে সেখানে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
আমি প্রায় এক বছর যাবত ফেসবুক ব্যবহার করেছিলাম। তখন প্রচুর লেখালেখি করতাম। সেই লেখাগুলো রেখে দিয়েছি এই সাইটে http://gansanta.org/fbposts/। তবে এখনো মাঝে মাঝে টুকটাক লিখি সেখানে। সময় পেলে সেখানে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
বন্দনা ভান্তে, আশা করি ভালো আছেন,জানার আছে অনেক কিছু। কঠিন চিবর দান নিয়ে নাগিত স্হবিরের কাহিনী আসলে সত্য কিনা,আর এই কাহিনীটি ত্রিপিটকে আছে কিনা? এ নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত লেখনি আশা করছি আমি।
হিজেনি বেক অতিরঞ্জিত নাহি বুঝি নপাচ্ছে বুঝো নানা বাবত্যে কধানিও।